ঝালাকঠিতে করোনায় ১০৩ জন আক্রান্ত, এক জনের মৃত্যু


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে জেলায় ১০৩ জন আক্রান্ত হয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের নূর মোহাম্মদ (৭০) মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার সকালে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৮৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৩৬ জন।
এইচকেআর

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন