ঢাকা শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম

কাউখালীতে কঠোর লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

কাউখালীতে কঠোর লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশেরও স্বর্বাত্বক লকডাউনের তৃতীয় দিনেও কাউখালীতে কঠোরভাবে পালিত হচ্ছে। বৃষ্টিময় দিনে সকাল থেকেই মাঠে নেমেছে উপজেলা প্রশাসন প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  অন্যদিকে সরকারি বিধি নিষেধ অমান্য করায়  ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে গত তিন দিনে বিভিন্ন ৫০টি মামলায় ৩৭ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন। 

লকডাউনের কোন দোকান-পাট খোলা ছিল না। প্রথম দুই দিন রাস্তা-ঘাট জনমানব শূণ্য থাকলেও তৃতীয় দিন রাস্তাঘাটে কিছু লোকজন দেখা গেলেও বিজিবি টহল দেয়ার কারনে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। 

আইন শৃঙ্খলা বাহিনী রাস্তাার মোড়ে মোড়ে টহল অবস্থায় থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য সচেনতামূলক প্রচার প্রচারণা এবং প্রশাসনের মাস্ক বিতরণ অব্যাহত ছিল। লকডাউনে থাকা গৃহবন্দী মানুষের মাঝে প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

কঠোর লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা এবং সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি আলাদাভাবে ভ্রাম্যমান  আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ