ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

কাঁচা মরিচে গরম কাঁচা বাজার

কাঁচা মরিচে গরম কাঁচা বাজার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে কাঁচা বাজারে কেজি প্রতি দাম বেড়েছে ৫ টাকা। গতকাল মঙ্গলবার সরেজমিনে বরিশাল নগরীর পাইকারী ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। তবে সব সবজি পেছনে ফেলে হঠাৎ কাঁচা মরিচের দাম যেন আকাশ ছোয়া।  গত ১০ দিন আগে খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি ৩০ টাকা কিন্তু গতকাল মঙ্গলবার পাইকারী  বিক্রি হয়েছে ১৪০ টাকা আর খুচরা বাজারে ২০০ টাকা থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।  

নগরীর বাংলাবাজরের বাসিন্দা আজিজুল হাকিম বলেন, গতকাল খুচরা বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা, ভ্যানগাড়িতে ২৫০ টাকাও বিক্রি করতে দেখেছি। অথচ  গত সপ্তাহে মাত্র ৩০ টাকায় কিনেছি। আমাদের দৈনিক আয়ের ওপর বাজার করতে হয়। মরিচের দাম এত বেড়ে যাওয়ায় কিনতে সমস্যা হচ্ছে। দোকানে নির্দিষ্ট মূল্যে সবজি বিক্রি হয় না। যে যার কাছে যত রেখে পারে এরকম একটা আবস্থা কাঁচা বাজারে। বাজার মনিটরিংয়ের প্রয়োজন বলে জানান তিনি।

আজ বরিশাল বান্দ রোড বহুমুখী সিটি পাইকারী কাঁচা বাজারে পটল কেজি প্রতি পাইকারী বিক্রি হয়েছে ১৩ টাকা, বেগুন ২০ টাকা, শশা ১২ টাকা, জালি কুমার ১৫ টাকা, টমেটো ৮০ টাকা, গাজর ৯০ টাকা, করলা ১৬ টাকা, ঝিংগা ১৫ টাকা, কাকরোল ২০ টাকা, পেঁপে ৮ টাকা, গাঠি ১৮ টাকা, ধুন্দল ২০ টাকা এবং লাউ পিস প্রতি ১৫ টাকা পাইকারী বিক্রি হয়েছে।  

এদিকে বাংলা বাজার, পোর্ট রোড, রূপাতলীর খুচরা বাজার ঘুরে দেখা যায়,  চিচিঙ্গা কেজি প্রতি ৫০ টাকা, গাঠি ৩০ টাকা, গাজর ১০০ টাকা, টমেটো ১২০ থেকে ১৪০, ধুন্দল ৩০ থেকে ৩৫ টাকা, করলা ৩৫ থেকে ৪০, পটল ৩০ টাকা, রেখা ৩০ থেকে ৩০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, কুমড়া কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা , কাকরোল ৪০ টাকা, শশা ২৫ থেকে ৩০ টাকা, কাঁচকলার হালি ৩০ টাকা।

নগরীর বাংলা বাজার কাঁচা বাজারের ব্যবসায়ী জামাল জানান, তরকারীর দাম ৫ থেকে ১০ টাকা আপ-ডাউন হয়। এটা হিসাবের মধ্যে না। কিন্তু কাঁচা মরিচের দাম হঠাৎ চারগুণ বেড়ে গেছে। আমরা এখন ১৪০ টাকা পাইকারী কিনে ২০০ টাকা বিক্রি করি। অথচ ১০ দিন আগে ৩০ টাকাও বিক্রি করেছি। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন