ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দেশসেরা ববি শিক্ষার্থী তৌফিক 

জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দেশসেরা ববি শিক্ষার্থী তৌফিক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতায় সেরা হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। 

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টের আয়োজনে এবং বৃটিশ কাউন্সিলের অর্থায়নে জাতীয় পর্যায়ে "কুইজ কন্টেস্ট অন বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট" শীর্ষক এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত  হয়। মাসব্যাপী বিভিন্ন ধাপে যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে সোমবার আইডিয়া কন্টেস্টের ফলাফল প্রকাশ করা হয়। করোনা মহামারী পরিস্থিতিতে সারাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘের ২৬তম জলবায়ু সম্মেলনকে সামনে রেখে বৃটিশ কাউন্সিল  বিশ্বব্যাপী তরুণ সংগঠকদের জন্য “কপ-২৬ চ্যালেঞ্জ ফান্ড” চালু করে। ইয়ূথ এন্ডিং হাঙ্গারের ইয়ূথ লিডার তরুণ ইনজামুল সাফিন এর “বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট” প্রকল্প বৃটিশ কাউন্সিলের ফান্ডের বিজয়ী হয়। 

এই প্রকল্পের অধীনে  জাতীয় পর্যায়ে “ কুইজ কন্টেন্ট অন বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট” শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক বিন ইসলাম “প্রথম”, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী নাঈম ফেরদৌস "দ্বিতীয়” এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ মোশারেফ "তৃতীয়” স্থান অধিকার করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তৌফিক বিন ইসলাম জানান, জলবায়ু বিষয়ক কুইজে বিজয়ী হতে পেরে আমি খুবই আনন্দিত। এরকম একটি সুযোগ দেয়ার জন্য আমি বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট প্রজেক্টকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্ষতিগ্রস্ত এলাকার তরুণদের সম্পৃক্তকরণের মাধ্যমে কাজের পরিকল্পনা রয়েছে আমাদের। আমি বিশ্বাস করি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজের বিকল্প নেই।

বিল্ডিং ফিউচার ক্লাইমেট এক্সপার্ট (বিএফসিএপি) ফোকাল পারসন ইনজামুল সাফিন বলেন, নানামুখী কার্যক্রমের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ এলাকার স্কুলগামী কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশের মাধ্যমে আগামী জলবায়ু বিশেষজ্ঞ তৈরিতে আমরা নিরলসভাবে কাজ করে চলছি। 

 তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঋতুবৈচিত্র্য বিনষ্ট, জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাবসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় আমরা সম্পৃক্তকরণের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি ও এবং অভিযোজনের জন্য কাজ করছি। কুইজ কন্টেস্টে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি  টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করেছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন