বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের প্রস্তুতি সভা


বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে সকাল সাড়ে ১০ টায় কুটির শিল্পীর উদ্বোধন ও বিকেল ৩ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা সফল করার লক্ষ্যে গতকাল রোববার রাজধানী ঢাকার বনানীতে হোটেল সেরিনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট শিল্পপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, বরিশাল ফরচুন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, প্রফেসর মো. এনামুল হক, মো. আনোয়ার হোসেন তালুকদার, এডভোকেট মো. রেজবুল কবির, মো. তপু. মো. তামিম আবদুল্লাহ বরিশাল ৬ জেলায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের সদস্য সচিব শেখ আবদুর রহিম। তিনি বলেন, বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা সফল করার জন্য দিকনির্দেশনা দিয়েছেন সভার সভাপতি বিশিষ্ট শিল্পপতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আগামী ২৯ আগস্ট সকাল সাড়ে ১০ টায় কুটির শিল্পীর উদ্বোধন ও বিকেল ৩টায় মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এইচকেআর
