নলছিটিতে সাজাপ্রাপ্ত আসামি প্রকাশ্যে ঘুরলেও ‘ধরছে না’ পুলিশ!

ঝালকাঠির নলছিটি উপজেলায় চেক প্রতারণা মামলায় রাজিব তালুকদার নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাকে ধরছে না পুলিশ। দেওয়া হচ্ছে হুমকি ধামকি, নিরাপত্তাহীনতায় দিন কাটছে বাদীর পরিবার।
জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেলিম সিকদারের কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা ধার নেয় নলছিটি উপজেলার ছোট প্রমহর চৌকিদার বাড়ী এলাকার মো. ইউসুফ তালুকদারের ছেলে রাজিব তালুকদার। এ টাকা পরিশোধের জন্য গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজিব তার ডাচ বাংলা ব্যাংক বরিশাল শাখার একটি চেক দেন।
তবে তার ব্যাংক একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ডিজঅনার করে দেয়া হয়। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি ডাকযোগে লিগ্যাল নোটিশ পাঠালেও কোন জবাব দেয় না রাজিব। ফলে ১৯ মার্চ আদালতে মামলা দায়ের করেন সেলিম সিকদার।
অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বরিশাল যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শিবলী নোমান খান আসামিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেপ্তারি পরোয়া জারি করেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে গ্রেফতারি পরোনা জারি হওয়ার পর রাজিব তালুকদার নলছিটি উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনচ্ছিুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, রাজিব তালুকদার এক সময় খুলনা জেলায় বসবাস করতেন। সেখানে তার বিরুদ্ধে একাধিক অপরাধ কর্মকাণ্ড করার অভিযোগ ছিল।
বাদী সেলিম সিকদার অভিযোগ করেন, সাজাপ্রাপ্ত আসামি রাজিব তালুকদার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে ধরছে না। তাকে দেওয়া হচ্ছে হুমকি ধামকি। নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনিসহ তার পরিবার।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি এলাকায় ঘুরে বেড়ালে অচিরেই তাকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হবে।
সচেতন মহলের দাবি, অতিশিঘ্রই এই পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ না করলে আইনের প্রতি মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলবে। তাই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন তারা।