ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে দেশ ছাড়লেন মুস্তাফিজ

স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে দেশ ছাড়লেন মুস্তাফিজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


ভিসা জটিলতায় আটকে যায় মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যাত্রা। নাহলে গত রোববার রাতেই সাকিব আল হাসানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা করতেন এই পেসার। সোমবার ভিসা সমস্যার সমাধান হওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন তিনি।

রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে চেপে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের ১৪তম আসরের প্রথম পর্বের মতো এবার দ্বিতীয় পর্বেও স্ত্রীকে সঙ্গে নিয়েছেন কাটার স্পেশালিস্টের খ্যাতি কুড়ানো এই পেসার।

এবার আইপিএলে গিয়ে পুরোনো ছন্দ খুঁজে পান মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে ছিলেন দুর্দান্ত।

আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলে অংশ নিতে রোববার মধ্যরাতে দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন