ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

বার্সার ভরসা পেলে সফল হবেন তিনি

 বার্সার ভরসা পেলে সফল হবেন তিনি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বার্সেলোনা বর্তমানে এক কঠিন মুহূর্তই কাটাচ্ছে। লিগে দল আছে শীর্ষ চারের বাইরে। চ্যাম্পিয়নস লিগে দল হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। তাতেই কোচ রোনাল্ড কোম্যানের চাকরি নিয়েই পড়ে গেছে টানাটানি। 

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, শিগগিরই তাকে সরিয়ে দেওয়া হতে পারে বার্সা কোচের পদ থেকে। তবে কাজটা যে ঠিক হবে না, তাই জানিয়ে দিলেন দলটির সাবেক ডিফেন্ডার রোনাল্ড ডি বোয়ের। সাবেক ডাচ কোচ মনে করছেন, কোম্যানে ভরসা রাখলেই বরং ভালো করবে ব্লাউগ্রানারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন এই কথা। 

তবে বার্সার বর্তমান মুহূর্তটা যে কঠিন, সেটা অকপটেই স্বীকার করে নিলেন বোয়ের। বললেন, ‘এটা একটা জটিল মুহূর্ত। এটা দুঃখজনক, কারণ আমি নিজেও বার্সেলোনার খেলোয়াড় ছিলাম, আমিও এর উন্নতিই চাই। তবে এমন সময় আসে, যখন সবকিছু চাহিদামতো হয় না।’ 

তবে বার্সাকে এখনই কোনো কড়া সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিলেন বোয়ের। বললেন, ‘আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে শান্তি, দ্রুতই আমাদের কোনো সিদ্ধান্তে পৌঁছান উচিত হবে না। কিছু খেলোয়াড় নেই, নতুন খেলোয়াড় আসছে, আমাদের ধৈর্য ধরতে হবে।’ 

আর তাই কোম্যানেই ভরসা রাখা উচিত বার্সার, মনে করেন সাবেক বার্সা ডিফেন্ডার। বললেন, ‘আমি মনে করি বার্সাকে কোম্যানেই ভরসা রাখা উচিত, সে একজন ভালো কোচ, সে বার্সাকে মনেপ্রাণে ধারণ করে। আমার মনে হয়, বার্সার কোচ হিসেবে চালিয়ে গেলে সে সফলই হবে।’ 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন