ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

Motobad news

বাউফলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় 

 বাউফলে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


 পটুয়াখালীর বাউফল উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাউফলের ৬১ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ চলছে। বরিশাল শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন্দ্র ফিসহ ১৯৫০ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য ১৮৫০ টাকা ফিস নির্ধারণ করে দেওয়া হয়েছে।

কিন্তু বাউফলের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে তিন-চার হাজার টাকা পর্যন্ত ফি আদায় করা হচ্ছে।

এদিকে সূর্যমণি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ে টোকেন দিয়ে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

ওই বিদ্যালয়ের অভিভাবক শফিজ উদ্দিন রাড়ি বলেন, ওই বিদ্যালয় থেকে আমার নাতি আল কাইয়ুম এবার এসএসসি পরীক্ষা দেবে। শ্রেণি শিক্ষক আমাকে সাদা কাগজে লিখে চার হাজার ২৩৫ টাকা পরিশোধের কথা বলেছেন।
অপর এক অভিভাবক রেবেকা বলেন, আমার ছেলে ইমতিয়াজের ফরম পূরণের জন্য শ্রেণি শিক্ষক চার হাজার টাকা চেয়েছেন।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিস হাওলাদার বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে প্রধান শিক্ষক কোনো সভা করেননি।

তিনি বলেন, এই করোনাকালীন দরিদ্র শিক্ষার্থীদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। অনেক অভিভাবক আমার কাছে এসে কান্নায় ভেঙে পড়েন।

অবশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান নির্ধারিত রশিদ কেটে টাকা আদায়ের দাবি করে বলেন, ফরম পূরণের ফি ছাড়াও প্রত্যেক শিক্ষার্থীর কাছে বকেয়া পাওনা রয়েছে। আমরা সেই টাকা আদায় করছি।

এ ছাড়া নওমালা মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ধানদি মাধ্যমিক বিদ্যালয়, ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয় ও মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য তিন-চার হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে ইতোমধ্যে শিক্ষকদের সতর্ক করা হয়েছে। তার পরও কোনো বিদ্যালয়ে অতিরিক্ত ফি নেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন