ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

সাকিবের প্রশংসায় অধিনায়ক মরগান

সাকিবের প্রশংসায় অধিনায়ক মরগান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলকাতার একাদশে ফিরলেন সাকিব আল হাসান, দলকেও জয়ের ধারায় ফেরাতে অবদান রেখেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশি সমর্থকদেরও দীর্ঘ অপেক্ষার অবসান হলো। তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগান।

গতকাল রবিবার (৩ অক্টোবর) টানা ৯ ম্যাচ সাইডবেঞ্চে বসে থাকার পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে সুযোগ পেয়েছেন সাকিব। আইপিএলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের জয়ে দারুণ অবদান রাখেন তিনি। তাই ম্যাচ শেষে বাংলাদেশি তারকাকে ‘লাক্সারি’ হিসেবে আখ্যায়িত করেছেন কলকাতার ইংলিশ অধিনায়ক।

ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় মরগান বলেন, ‘সাকিবের মতো একজন দলে থাকাটা ‘লাক্সারি’। সে অনেক প্রভাব রেখেছে এবং তার মতো একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার দলের সামর্থ্য ও গভীরতা বাড়িয়েছে।’


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন