ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

সাফ ফুটবল : দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

সাফ ফুটবল : দুই পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারানোর পর ভারতকে ১-১ গোলে ড্র করে রুখে দেয় বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে।

এই ম্যাচে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বাইরে রেখেই দল সাজাতে হয়েছে অস্কার ব্রুজেনকে। দলের রক্ষনভাগের খেলোয়াড় বিশ্বনাথ ঘোষ ও মধ্যমাঠের অন্যতম খেলয়াড় রাজিবকে ছাড়াই। এই দুইজনের পরিবর্তে শুরুর একাদশে নেয়া হয়েছে সোহেল রানা ও রহমত মিয়াকে।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয় ম্যাচটি। এই ম্যাচে জয় পেলে নেপালকে পেছনে ফেলে বাংলাদেশ উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

যদিও বাংলাদেশের জন্য মালদ্বীপ এখন বেশ কঠিন প্রতিপক্ষ। দীর্ঘ পাঁচ বছর পর সবশেষ আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল মালদ্বীপ।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সাদ উদ্দিন ও মতিন মিয়া।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন