ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

দর্শক ভর্তি স্টেডিয়ামে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব

 দর্শক ভর্তি স্টেডিয়ামে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাত্রই ম্যাচটা হেরে এসেছেন। তাতে দ্বীপক চাহারের কীইবা আসে যায়! অন্তত ব্যক্তিজীবনের যে বিশেষ দিনের সাক্ষী হলেন তিনি; এরপর হারের কথা মনে রাখাটাই তো বিস্ময়কর। গ্যালারিতে হাজারো মানুষ, সতীর্থরাও আছেন স্টেডিয়ামে, চারদিকে ক্যামেরার ছড়াছড়ি। 

চাহার ওই জায়গাকেই বেছে নিলেন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে। খেলার মাঠে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনা অবশ্য নতুন না। তবে আইপিএলের মাঝে কোনও ভারতীয় ক্রিকেটার ভরা গ্যালারির সামনে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন, এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ম্যাচের শেষে গ্যালারিতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন বান্ধবীকে। এতদিন গ্যালারিতে দর্শকদের এমন কাণ্ড দেখেছেন অনেকেই। তবে এবার চাহার তো নিজেই ক্রিকেটার। তাকে হতাশও হতে হয়নি, প্রস্তাবে সম্মতি জানিয়েছেন প্রেমিকা।

দীপকের প্রস্তাবের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দ্রুতই। আইপিএলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় হাঁটুগেড়ে প্রস্তাব দেওয়ার ওই ভিডিও। দ্বীপককে অভিনন্দন জানিয়েছে তার দল চেন্নাই সুপার কিংসও।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন