করোনায় দ্বিতীয় ধাপ মোকাবলায় পুলিশের সচেতনতা


করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে পটুয়াখালীর পুলিশ। সরকার ঘোষিত ১৮ দফা বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহর নেতৃত্বে প্রথমে পটুয়াখালী-কুয়াকাটা-বরিশাল মহাসড়কের চৌরাস্তায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় দূরপাল্লার গণপরিবহনের যাত্রীদের সামাজিক দূরত্ব মানতে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেয়ার পাশাপাশি গণপরিবহনগুলোতে করোনা সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্টিকার লাগানো হয়।
এর আগে গত ২১ মার্চ করোনার দ্বিতীয় দফা সংক্রমণ ঠেকাতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে পটুয়াখালীর পুলিশ। পটুয়াখালী পুলিশের সমন্বিত দল লঞ্চ টার্মিনাল,পৌর নিউমার্কেট, চৌরাস্তাসহ একাধিক পয়েন্টে নিরলস কাজ করছে।
এ প্রসঙ্গে এসপি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ১৮ দফা বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। পটুয়াখালীর পুলিশ সেই লক্ষ্যে নিরলস কাজ শুরু করেছে। শুধু পটুয়াখালী জেলা সদরে নয়, জেলার আটটি উপজেলায় একইভাবে পুলিশ কাজ করছে। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিয়ে করোনা প্রতিরোধে আলোচনা সভা করা হয়েছে।
এ সময় এসপির সঙ্গে করোনা প্রতিরোধে অংশ নেন- অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, সদর থানার ওসি আখতার মোর্শেদ, ট্রাফিক ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিনসহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তা।
অনলাইন ডেস্ক/এসএমএইচ

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                    