ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫

Motobad news

টিভি দেখতে নিষেধ করায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

টিভি দেখতে নিষেধ করায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কুমিল্লা নগরীর মদিনা মসজিদ সংলগ্ন ঠাকুর পাড়ায় মায়ের সঙ্গে অভিমানে করে শুভ মজুমদার (১১) নামের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে নগরীর মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় হাউজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, কুমিল্লা নগরীর ফজিলাতুন্নেচ্ছা মর্ডাণ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুভ মজুমদার লাকসাম উপজেলার কৈতরা গ্রামের মলয় মজুমদারের একমাত্র ছেলে। বর্তমানে কুমিল্লা নগরীর মদিনা মসজিদ সংলগ্ন প্রভালয় হাউজের নিচতলায় ভাড়া বাসায় থাকে।

বাবা মলয় মজুমদার জানিয়েছেন, শুভ'র মা পূর্ণিমা ও তাহার বোন পড়ালেখার জন্য সকালের দিকে বকাঝকা করেন। শুভ সব সময় টিভির সামনে বসে থাকতো। তার মা ও বোন শুভ'কে টিভি দেখতে নিষেধ করলে এক পর্যায়ে শুভ রাগা রাগি করে তার নিজ কক্ষে চলে যায়। এক ঘণ্টা পর শুভ’র রুমের দরজা মা পূর্ণিমা মজুমদার বন্ধ দেখতে পেয়ে খুব ডাকাডাকি শুরু করেন। শুভ মজুমদারের সাড়া শব্দ না পেয়ে স্থানীয় প্রতিবেশীদের আসার অনুরোধ করে শুভ’র বোন। স্থানীয় প্রতিবেশীরা কুমিল্লা কোতয়ালী মডেল থানায় ফোন করলে ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোরুল আজিম কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এস আই মিঠুন সরকারকে ঘটনাস্থলে পাঠান।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ারী মডেল থানা এসআই মিঠুন সরকার বলেন, শুভ’র রুমের দরজা বন্ধ ছিল, অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজার ছিটকানি ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। সেখান থেকে শুভকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক শিশু শুভকে মৃত ঘোষণা করেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন