মঠবাড়িয়ায় গভীর নিন্মচাপের প্রভাবে আমন ধান ও মৌসুমী সবজির ক্ষতির আশংকা


বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপ ‘জাওয়াদ’ দুর্বল হয়ে গভীর নিন্মচাপে পরিনত হওয়ার গত ৩ দিন ধরে পিরোজপুরের মঠবাড়িয়া গুড়ি-গুড়ি অব্যাহত বৃষ্টি ও জোয়ারের প্রায় ২/৩ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। যে কারনে উপজেলার প্রায় ১৬ হাজার হেক্টর জমির পাঁকা/আঁধাপাঁকা আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে ও মৌসুমী সব্জি ক্ষেতে পানি জমা হয়েছে। অধিকাংশ ধান গাছ মাটিতে শুয়ে গেছে। উপজেলার বড়মাছুয়া, তুসখালী, বেতমোর, মঠবাড়িয়া, মিরুখালী এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। ক্ষেতে পানি নামতে বিলম্ব হলে বড় ধরনের ক্ষয় ক্ষতির আশংকা প্রকাশ করেছেন কৃষকরা।
উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের সুজন বৈরাগী (৩৫) জানান, তার মৌসুমী ক্ষেতে পানি জমা হয়ে ইতোমধ্যে ফসল নষ্ট হয়ে গেছে। জানখালী গ্রামের শহীদুল ইসলাম খান (৪৪) বলেন, ১ জকর জমিতে চাষকারা খেসুরী ডাল এর চারা নস্ট হয়ে গেছে। তার মতো এবছরের প্রায় সকল কৃষকের খেসুরী আবাদ নষ্ট হয়েছে। পাঠাকাটা গ্রামের অমল মিস্ত্রী (৫৩) জানান, তার ২ একর জমির পাকা/আঁধাপাঁকা আমন ধান মাটিতে শুয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শওকত হোসেন জানান, মৌসুমী ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে ধানের তেমন ক্ষতি হবে না। একটু চিটার পরিমান বাড়তে পারে।
এইচকেআর
