ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

ইন্দুরকানীতে নির্বাচন সুষ্ঠু করতে চেয়ারম্যান পদে ৫ সহায়ক প্রার্থী

ইন্দুরকানীতে নির্বাচন সুষ্ঠু করতে চেয়ারম্যান পদে ৫ সহায়ক প্রার্থী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন  সুষ্ঠু করতে  চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মধ্যে ৫ জন সহায়ক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত তিন প্রার্থী অন্যরা দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ ও জেপির সহায়ক প্রার্থী। ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর এ উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিস থেকে মার্কা নিয়ে সবাই প্রচারণায় মঠে নেমেছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান মোবারক আলী হাওলাদার নৌকা  মার্কা, জাতীয়পার্টি জেপি মনোনীত সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল কবীর তালুকদারের ছেলে মাসুদ করীম ইমন তালুকদার বাই- সাইকেল মার্কা , ইসলামী আন্দোলনের ছোহরাফ হোসেন মৃধা হাতপাখা মার্কা, আওয়ামীলীগ প্রার্থীর সহায়ক  প্রার্থী মোঃ মিজানুর রহমান আনারস মার্কা, মোঃ কবির হোসেন চশমা মার্কা, পরিমল চন্দ্র মাঝি টেলিফোন মার্কা  এবং জাতীয়পার্টি জেপির সহায়ক প্রার্থী রিপন হাওলাদার ঢোল মার্কা, কবির হোসেন মৃধা দুই পাতা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন সুষ্ঠু করতে নৌকা ও সাইকেল মার্কার প্রার্থীরা চেয়ারম্যান পদে ৫ জন সহায়ক প্রার্থী দিয়েছেন। সহায়ক প্রার্থী বেশী দেয়ার কারণ প্রতি ভোট কেন্দ্রের বুথে এজেন্ট সংখ্যা বেশী থাকলে ভোট কেন্দ্রে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব।

নির্বাচনে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামীলীগ মনোনীত মোবারক আলী হাওলাদার নৌকা ও জাতীয়পার্টি জেপি মনোনীত মাসুদ করীম ইমন তালুকদারের বাইসাইকেল মার্কার মধ্যে।

ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয়পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাসুদ করীম ইমন তালুকদার জানান, প্রার্থী বেশী হওয়ায় ভোট কেন্দ্রে সব প্রার্থীর এজেন্ট থাকলে নির্বাচনে সুষ্ঠু হতে সহায়ক হবে। যার কারণে প্রার্থী বেশী দেয়া হয়েছে।

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন