পিরোজপুরে মহিলা শ্রমিকদের সঞ্চয়ের টাকা বিতরণ

“মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার” এই স্লোগানে পিরোজপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কের মহিলা শ্রমিকদের সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে শহীদ ওমর ফারুক মিলনায়তনে সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের সভাপতিত্বে টাকা বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুস সত্তার হাওলাদার। অনুষ্ঠানে এলজিইডি’র সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, এলজিইডি’র ইঞ্জিনিয়ার সুনির্মল মন্ডলসহ সঞ্চয়ের টাকা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
এসময় ২১ মহিলা কর্মীকে অফ-পেভমেন্ট এ (২০১৭-২০১৮ইং থেকে ২০২০-২০২১ অর্থবছরের) সঞ্চয়ের মোট ২২ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়।
এইচকেআর