ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

স্বরূপকাঠিতে সাংবাদিক মাছুম আহম্মেদের ইন্তেকাল

স্বরূপকাঠিতে সাংবাদিক মাছুম আহম্মেদের ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বরূপকাঠি প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. মাছুম আহম্মেদ (৬৭) বুধবার ভোরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..........রাজেউন)। তিনি দীর্ঘদিন ডায়বেটিক রোগে ভুগতেছিল। দুপুরে দক্ষিন স্বরূপকাঠী (গনমান) জামে মসজিদ চত্তরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

মাছুম আহম্মেদের মৃত্যুতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম (এমপি), সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, স্বরূপকাঠী পৌর মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হামিদ, স্বরূপকাঠী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। আগামী রবিবার আসর নামাজ বাদ স্বরূপকাঠী উপজেলা জামে মসজিদে স্বরূপকাঠী প্রেসক্লাবের সৌজন্যে এক আলোচনা ও  মিলাদ মাহফিলের আয়োজন করা হবে প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন