ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা শহিদুল আলম গণি আর নেই


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা,শিক্ষক ও সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল আলম (৭০) ব্রেইন ষ্ট্রোক করে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ---- রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
আগামীকাল বহস্পতিবার সকাল ৯ টায় ইন্দুরকানী উপজেলা পরিষদ মাঠে রাষ্টীয় মর্যাদায় সন্মামনার পর জানাজা শেষে ইন্দুরকানীর নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, সাবেক উপজেলা তারমুক্তিযোদ্ধা কমান্ডার আঃ লতিফ হাওলাদার, মো. বেলায়েত হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা তার রুহের মাগফিরাত কামনা করেন।
এইচকেআর
