ঢাকা বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

Motobad news

শিবপুর উপ‌জেলা কৃষক লী‌গের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত

শিবপুর উপ‌জেলা কৃষক লী‌গের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নর‌সিংদীর শিবপু‌র উপ‌জেলা কৃষকলী‌গের ব‌র্ধিত সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে । শনিবার (১২ মার্চ) উপ‌জেলা মিলনায়ত‌নে এই সভা অনুষ্ঠিত হয়। উপ‌জেলা কৃষক লী‌গের সভাপ‌তি মোহাম্মদ আলী মিন্টু মৃধার সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হো‌সেনের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন  স্থানীয় সংসদ সদস্য ও নর‌সিংদী জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি আলহাজ্ব মো: জ‌হিরুল হক ভুইয়া মোহন।

বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন কেন্দ্রীয় কৃষক লী‌গের সহ-সভাপ‌তি মো: আবুল হো‌সেন, উপ‌জেলা আওয়ামী লী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা মহসীন না‌জির, সাধারণ সম্পাদক মো: সামসুল আলম ভুইয়া রা‌খিল, সহ-সভাপ‌তি আ‌জিজুর রহমান খান, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক সৈয়দ মাসুদ পার‌ভেজ, কেন্দ্রীয় কৃষক লী‌গের কার্যক‌রি সদস‌্য এড, তাহ‌মিনা মুমু ।

প্রধান বক্তা হি‌সে‌বে বক্তব্য রাখেন জেলা কৃষক লী‌গের সভাপ‌তি আসাদুজ্জামান আসাদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক এড, নজরুল ইসলাম রিপন, মো‌মেন মিয়াসহ প্রমুখ।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন