ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

Motobad news
শিরোনাম

অবশেষে প্রকাশ্যে এলো বনলতা সেনের ছবি

অবশেষে প্রকাশ্যে এলো বনলতা সেনের ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌতম মিত্র : জীবনানন্দ দাশ অশোক মিত্র মহাশয়কে জেলবন্দী একজন বনলতার কথা বলেছিলেন তাঁর 'বনলতা সেন' কবিতাটি রচনার নেপথ্য প্রেরণার জায়গা থেকে। এই বনলতা অবশ্য রাজশাহী জেলে বন্দী ছিলেন। ১৯৩২-৩৩ সময়কার কথা ছিল সেটি। কবি কোনও খবরের কাগজে পড়েছিলেন।

আর আমরা তো জানি স্থান কাল ও পাত্রকে ওলটপালট করে দিতে কবিদের জুড়ি নেই।

আমাদের এই বনলতা অবশ্য সেন নয় দাশগুপ্ত। জন্ম ১৯১৫!

কয়েকটি বিষয় লক্ষণীয়। জীবনানন্দ দাশের 'ওয়াই' তথা শোভনারও জন্ম ১৯১৫! শোভনা ডায়োসেসান কলেজে ভর্তি হন ১৯৩২ নাগাদ। জীবনানন্দ প্রায় প্রতিদিন দারোয়ানকে শ্লিপ পাঠিয়ে কলেজের গেটে বসে শোভনার জন্য অপেক্ষা করতেন।

বনলতাও এই সমসময়ে ডায়োসেসন কলেজেই পড়তেন।বেঙ্গল ফ্লাইং ক্লাব একজন স্মার্ট বাঙালি মেয়ে চেয়েছিল এরোপ্লেন-চালনা শিক্ষার জন্য।বনলতা তাতে নির্বাচিত হয়েছিলেন।

বোর্ডিঙে পিস্তল রাখবার অপরাধে বনলতা গ্রেপ্তার হন ১৯৩৩-এ। ডেটিনিউ রূপে হিজলী ও প্রেসিডেন্সি জেলে বন্দী থাকেন।

কারাজীবন তাঁকে দমাতে পারেনি। বরং সমস্ত রাজনৈতিক বন্দীদের তিনি উৎসাহিত করেছিলেন। অসুস্থতার জন্য মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তাতে তিনি রাজি হননি।

ঢাকা জেলার বিক্রমপুরের বিদগাঁও গ্রামের হেমচন্দ্র দাশগুপ্ত ও নির্মলাসুন্দরী দাশগুপ্তর কন্যা বনলতার ১৯৩৬-এ মাত্র একুশ বছর বয়সে মৃত্যু হয়।

জীবনানন্দ দাশের 'বনলতা সেন' কবিতাটি প্রকাশিত হয় ১৯৩৫-এ 'কবিতা' পত্রিকায়। হয়তো শোভনার কাছে, তৎকালীন সংবাদপত্রে বনলতার কথা শুনে থাকবেন। শুনে থাকবেন তাঁর শিরদাঁড়া সোজা রাখবার কাহিনি। হয়তো শোভনার সূত্রে বনলতার সঙ্গে পরিচয়ও ঘটেছিল একসময়। জেলের সূত্র জড়িয়ে আছে বলে এত কথা বলা।

অনুশীলন দল বা রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জীবনানন্দ দাশের পরোক্ষ পক্ষপাত ছিল।ডায়েরিতে এমন অনেক তথ্য আমরা পাই।ভুলে গেলে চলবে না, ডায়োসেসান কলেজ বোর্ডিঙে শোভনার রুমমেট ছিলেন আরেক অগ্নিকন্যা বীনা দাস।

অবশ্য সবটাই অনুমান। তবে কোনও গল্পের গরুকে গাছে চড়ানো আমার উদ্দেশ্য নয়। আমি শুধু কিছু সম্ভাবনার কথা বলছি।আগামীদিনের গবেষকরা হয়তো আরও অনেক তথ্য আবিষ্কার করবেন।

লেখক : জীবনানন্দ গবেষক।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ