ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

Motobad news

গৃহস্থকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিলেন ভিক্ষুক!

গৃহস্থকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিলেন ভিক্ষুক!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভিক্ষুকের সঙ্গে তর্ক করায় পটুয়াখালীর দশমিনায় দুই বৃদ্ধা গৃহস্থকে বেদম পিটিয়েছে মো. আমির হাওলাদার নামে এক ভিক্ষুক। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহস্থরা হলেন- মোসা. বেগম বিবি (৭০) ও সালেহা বেগম (৬৫)।

দশমিনা হাসপাতালে ভর্তি আহত সালেহা জানান, উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে ভিক্ষুক মো. আমির হাওলাদার তাদের গ্রাম একই ইউনিয়নের সৈয়দ জাফরে বুধবার ফজরের নামাজের পর ভিক্ষা করতে আসেন। ভিক্ষা করার জন্য তাদের গ্রামে ঢোকার পর তাদের বাড়ির মৃত জবেদ আলী প্যাদার মেয়ে বৃদ্ধা মোসা. বেগম বিবির সঙ্গে তার রাস্তায় দেখা হয়।

পরে বেগম বিবি ভিক্ষুক আমির হাওলাদারকে বলেন, তুমি এতো সকালে ভিক্ষা করতে এসেছ। এখন মানুষ ঘুমায়। তোমাকে ভিক্ষা দেবে কে। কথাগুলো বলে ভিক্ষুকের সঙ্গে তর্কে জড়ানোয় ভিক্ষুক আমির হাওলাদার গৃহস্থ বেগম বিবিকে লাঠি দিয়ে এলোপাথাড়ি বেদম পেটাতে শুরু করেন। পরে তার ডাকচিৎকার শুনে একই বাড়ির বৃদ্ধা গৃহস্থ সালেহা বিবি এগিয়ে এলে তাকেও এলোপাথাড়ি পিটিয়ে মাথা ফাটিয়ে চলে যান।

পরে স্বজনরা মোসা. বেগম বিবিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন ও সালেহা বেগমকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেছেন।

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন