ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু


ভোলার চরফ্যাশনের শশীভূষণে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
তারা হলো- জাহানপুর ৮নং ওয়ার্ডের আজিদ মাঝির ছেলে শাকিব (৭) ও সালাহ উদ্দিনের ছেলে রিয়াজ (৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
রোববার দুপুরে শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় চেয়ারম্যান নাজিম হাওলাদার জানান, খেলা করতে গিয়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে পড়ে শিশু দুটির মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারে শোকের শোকের ছায়া নেমে এসেছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এসএম
