ভোলায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ভোলায় বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষকলীগ ভোলা জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ। এছারা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদেরকে খুবই গুরুত্ব দেয়। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। বাংলাদেশের কৃষিক্ষেত্রে উন্নয়নে এ সরকার ব্যাপক ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন নেতারা।
এইচকেআর
