ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • রিক্সা বিক্রি করে এতিম মেয়ের বিয়ে:  চাঁন মিয়ার মানবেতর জীবন  

    রিক্সা বিক্রি করে এতিম মেয়ের বিয়ে:  চাঁন মিয়ার মানবেতর জীবন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপার্জনের একমাত্র সম্বল ব্যাটারি চালিত রিক্সা বিক্রি করে মা হারা এতিম মেয়ের বিয়ে দিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি গ্রামের বাসিন্দা চাঁন মিয়া। ৫ কন্যা ও  স্ত্রী সহ মোট ৭ সদস্যের পরিবারের  উপার্জনের একমাত্র সম্বল রিক্সা হারিয়ে দিশেহারা হয়ে মানুষের দুয়ারে সাহায্যের জন্য ঘুরছেন তিনি।

    চাঁন মিয়া জানান, দুই কন্যা সন্তান রেখে প্রায় ১৫ বছর আগে অসুস্থ্য হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন তার ১ম স্ত্রী হাজরা বেগম।  এরপর ২য় বিয়ে করলে সেখানে আরো ৩কন্যা সন্তানের জন্ম হয়। ৭ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলো একটি ব্যাটারী চালিত রিক্সা। মেয়ের বিয়ের খরচ জোগাতে শেষ সম্বলটুকুও বিক্রি করতে হয়েছে তাকে।  অনেক ধার দেনা করে রিক্সাটি কিনেছিলের তিনি। রিক্সা বিক্রি করার পর পরিবারের খরচ সামলাতে মানুষের দুয়ারে সাহায্যের জন্য ঘুরতে হচ্ছে তাকে। অভাব অনটনে মাঝেমাঝে কোনো বেলা না খেয়েও কাটাতে হয় তার পরিবারকে।

    মাহারকান্দি গ্রামের বাসিন্দা মফিজ মিয়া জানান,  চাঁন মিয়ার বড় মেয়ে ফরিদা বেগমকে আমরা এলাকাবাসি সহযোগিতার মাধ্যমে বিয়ে দিয়েছি। ২য় কন্যা রুনার বিয়ের খরচ জোগাতে  রিক্সা বিক্রি করে যা টাকা পেয়েছেন তার সাথে এলাকাবাসি টুকটাক খরচ দিয়ে যাবতীয় সামগ্রী সহ মেয়েকে শশুর বাড়ি পাঠানো হয়েছে। রিক্সা বিক্রি করার পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।

    এমন করুণ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ সমাজের বিত্তবানদের কাছে একটি রিক্সা কিনে দেওয়ার সহযোগিতা চেয়েছেন চাঁন মিয়ার পরিবার। চাঁন মিয়ার মোবাইল নাম্বার: ০১৩২১-৫৩২০২৯ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ