দৌলতখানে ৩ লাখ চিংড়ি রেনু জব্দ


ভোলার দৌলতখানে ৩ লাখ বাগদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্যবিভাগ। শুক্রবার( ২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে বারোটায় চিংড়ির রেনু হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় অভিযান চালায় মৎস্যবিভাগ।
এসময় ৭টি ব্যারেল ভর্তি ৩ লাখ ২০ হাজার রেনু জব্দ ও একটি আলফা গাড়ি জব্দ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাজফুজুল হাসনাইন বলেন, আলফা গাড়িযোগে চিংড়ির রেণু পাচার করার সময় বাংলাবাজারের বঙ্খালী এলাকা থেকে ৭ ব্যারেল রেনু জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত রেনু নিকটস্থ জলাশয়ে অবমুক্ত করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্যবিভাগের এধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এসএম
