জিন্নাগড় ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ


চরফ্যাসনের জিন্নাগড় ইউনিয়নে রবিবার সকাল থেকে হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও ট্যাগ অফিসার হিসেবে মো. কামাল হোসেন, ইউপি মেম্বার ও সুবিধাভোগীরা।
সুবিধা ভোগীরা বলেন, ১০ কেজি চাল পাইছি। আমাদের কে ১০ কেজির পরিবর্তে যদি ২০ কেজি করে চাল দিলে কিছুদিন সংসার ভালো চলতো।
জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো. হোসেন মিয়া জানান, রোববার ও সোমবার এই দু দিনে আমার ইউনিয়নের দুস্থ গরীব অসহায় মানুষকে ঈদ উপলক্ষে ভিজিএফ ১০ কেজি করে চাল দেয়া হবে। ঈদে কোন গরীব মানুষ যাতে চুলা বন্ধ,না থাকে সে জন্য এই গরীব মানুষের তালিকা করা হয়। সেই দরিদ্র মানুষ কে আজ এবং কাল এই দু’দিন ধরে চাল দেয়া হবে। রোববার ইউনিয়নের প্রায় ১৫শ ৮৮ জন ঈদ উপহার হিসেবে ঐ ভিজি এফ এর চাল পেয়েছেন।
এইচকেআর
