তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে ইফতার মাহফিল


ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের উপস্থিতিতে রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এর হলরুমে এ আয়োজন করা হয়।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ'লীগ সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম শীলা, আ'লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সম্পাদক এম নূরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, সম্পাদক সাদির হোসেন রাহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসএম
