ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • ক্যান্সারে আক্রান্ত রাজ্জাককে বাঁচাতে এগিয়ে আসুন

    ক্যান্সারে আক্রান্ত রাজ্জাককে বাঁচাতে এগিয়ে আসুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় একজন আলেম হওয়ার স্বপ্ন দেখা আব্দুর রাজ্জাক (১৪) মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। অল্প বয়সে পৃথিবী থেকে হারিয়ে যেতে চায় না সে। তার পরিবার খুবই অসহায়। টাকার অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত আব্দুর রাজ্জাক। দুশ্চিন্তা আর হতাশায় কাটছে তার প্রতিটা মূহুর্ত।

    তাদের পরিবারে আয় করার মতো একমাত্র ব্যক্তি তার বাবা। তার বাবার সামান্য আয় দিয়ে চলে তাদের সংসার। সংসারের খরচ চালিয়ে তার অসুস্থতার পিছনে অর্থের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তার বাবার। আর্থিক সহযোগিতা হলে ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন।

    আব্দুর রাজ্জাক চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর আব্দুর রহমান ও গৃহিণী বিবি মরিয়মের ছেলে। শশিভূষণে একটি মাদ্রাসায় পড়াশুনা করছেন।

    আব্দুর রাজ্জাকের মা বিবি মরিয়ম কান্না জড়িত কণ্ঠে জানান, পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। বড় মেয়ে ব্রেইন স্ট্রোক করে মারা গেছে। রাজ্জাক তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। রাজ্জাক তিন বছর বয়সের সময় তার ঘাড়ে টনসিল হয়। ধীরে ধীরে টনসিলটি ক্যান্সারে পরিণত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ঢাকা একটি হাসপাতালে সামান্য চিকিৎসা করানো হয়।

    রাজ্জাকের বাবা ঢাকাতে দিনমজুরের কাজ করেন। তার আয় দিয়ে কোনরকম সংসার চলে। ছেলের চিকিৎসা চালাতে পারছে না। রাজ্জাকের উন্নত চিকিৎসার প্রয়োজন ডাক্তার বলেছে। তার চিকিৎসার জন্য প্রতি মাসে খরচ হয় ৮ হাজার টাকা। তার বাবার এই সামান্য আয় দিয়ে সংসারে খরচ করার পর তার চিকিৎসা চালানোর মতো টাকা থাকে না। সরকারিভাবে তার চিকিৎসার দাবি জানান।

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, তার চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ