ক্যান্সারে আক্রান্ত রাজ্জাককে বাঁচাতে এগিয়ে আসুন


বড় একজন আলেম হওয়ার স্বপ্ন দেখা আব্দুর রাজ্জাক (১৪) মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত। অল্প বয়সে পৃথিবী থেকে হারিয়ে যেতে চায় না সে। তার পরিবার খুবই অসহায়। টাকার অভাবে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত আব্দুর রাজ্জাক। দুশ্চিন্তা আর হতাশায় কাটছে তার প্রতিটা মূহুর্ত।
তাদের পরিবারে আয় করার মতো একমাত্র ব্যক্তি তার বাবা। তার বাবার সামান্য আয় দিয়ে চলে তাদের সংসার। সংসারের খরচ চালিয়ে তার অসুস্থতার পিছনে অর্থের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে তার বাবার। আর্থিক সহযোগিতা হলে ফিরে পেতে পারেন স্বাভাবিক জীবন।
আব্দুর রাজ্জাক চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর আব্দুর রহমান ও গৃহিণী বিবি মরিয়মের ছেলে। শশিভূষণে একটি মাদ্রাসায় পড়াশুনা করছেন।
আব্দুর রাজ্জাকের মা বিবি মরিয়ম কান্না জড়িত কণ্ঠে জানান, পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। বড় মেয়ে ব্রেইন স্ট্রোক করে মারা গেছে। রাজ্জাক তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। রাজ্জাক তিন বছর বয়সের সময় তার ঘাড়ে টনসিল হয়। ধীরে ধীরে টনসিলটি ক্যান্সারে পরিণত হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ঢাকা একটি হাসপাতালে সামান্য চিকিৎসা করানো হয়।
রাজ্জাকের বাবা ঢাকাতে দিনমজুরের কাজ করেন। তার আয় দিয়ে কোনরকম সংসার চলে। ছেলের চিকিৎসা চালাতে পারছে না। রাজ্জাকের উন্নত চিকিৎসার প্রয়োজন ডাক্তার বলেছে। তার চিকিৎসার জন্য প্রতি মাসে খরচ হয় ৮ হাজার টাকা। তার বাবার এই সামান্য আয় দিয়ে সংসারে খরচ করার পর তার চিকিৎসা চালানোর মতো টাকা থাকে না। সরকারিভাবে তার চিকিৎসার দাবি জানান।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, তার চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএমএইচ
