দেশের কল্যাণে আওয়ামী লীগের ভূমিকা অনন্য: এমপি শাওন


দেশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ভূমিকা অনন্য বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের (পূর্ব) ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় এমপি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমুখ।
এইচকেআর
