রেড ক্রিসেন্ট দিবসে ভোলায় র্যালি ও আলোচনা সভা


ভোলায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য শান্তি র্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিট কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা পরিষদ কার্যালয় হলরুমে 'মানবিক হও' এই প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট ভোলা জেলা ইউনিট কার্যনির্বাহী সদস্য ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিপিপি ভোলা জেলার উপ-পরিচালক আব্দুর রশিদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজের প্রভাষক মো: জামাল হোসেন, ইউনিট লেভেল অফিসার আব্দুল বাড়ি, যুব প্রধান আদিল হোসেন তপুসহ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব সদস্যরা।
এইচকেআর
