ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news

লালমোহনে অফিস সহকারীকে অশ্রুসিক্ত বিদায়, কাঁদলেন শিক্ষক-শিক্ষার্থীরা

লালমোহনে অফিস সহকারীকে অশ্রুসিক্ত বিদায়, কাঁদলেন শিক্ষক-শিক্ষার্থীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৩৩ বছর অফিস সহকারী হিসেবে চাকরি করেছেন মো. আবু তাহের। তার এই দীর্ঘ কর্মময় জীবন থেকে চলতি বছরের জুলাই মাসে অবসর গ্রহণ করেন তিনি। এতো বছরের হাজার হাজার স্মৃতি মনে করে তার বিদায় বেলায় কেঁদেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

১৯৮৯ সালে ভোলার লালমোহনের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে যোগ দেন আবু তাহের। বৃহস্পতিবার সকালে তার অবসর উপলক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আবু তাহেরের বিদায় অনুষ্ঠানে তার সঙ্গে কাটানো র্দীর্ঘ দিনের স্মৃতি মনে করে অনেক শিক্ষকই কেঁদেছেন। একজন অফিস সহকারীর বিদায়ে বিদ্যালয়টির শিক্ষকদের কান্নায় মুহূর্তেই আবেগঘন পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানস্থল। 

‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়-তবু চলে যায়’ জীবনের এই কঠিন সত্যটি মেনেই তাই এক প্রকার বাধ্য হয়ে ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আবু তাহেরকে বিদায় জানান স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিদায় অনুষ্ঠানে লালমোহন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. হানিফ মাস্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোসলেহ উদ্দিন মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান মাস্টার, দক্ষিণ লালমোহন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. হানিফ মেম্বার, ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, আজিজ বাবুল, নজরুল ইসলাম, মাঈনুল রনি, মো. হাসান, সমাজসেবক মো. হযরত আলী তরী, সংরক্ষতি নারী ইউপি সদস্য নাছিমা বেগমসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন