ঢাকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

Motobad news

রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন

রাজাপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়নের  উদ্বোধন হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল, সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান বক্তা ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডঃ মাহেব হোসেন প্রমুখ।

সভাপতিত্ব করেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ তালুকদার আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭ জানুয়ারী ২০২৪ সালে যারা মীর জাফর খ্যাত নেতার সাথে আওয়ামী লীগে গিয়েছিলেন তাদের কারোর জায়গা বিএনপিতে হবে না।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন