মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুল শিক্ষকের লাশ উদ্ধার


সাবেক শিক্ষা সচিব গিয়াস উদ্দিনের বড় ভাই পিরোজ পুরের মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত শিক্ষক একদিন আগে নিখোঁজ হওয়া নাসির উদ্দিন ( ৬৮) এর লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
শনিবার সকালে বাসা থেকে নিখোজ হয়। রোববার বিকেলে বাসা থেকে ২০০ গজ দূরে শহীদ মোস্তফা খেলার মাঠে মঞ্চের পাশে স্থানীয় লোকজন দেখে থানায় খবর দেয়।
নিহত শিক্ষকের পুত্র রিয়াজ উদ্দিন জানান, তার রক্তমাখা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা আঘাত করে তাকে হত্যা করতে পারে । পুলিশ তদন্ত করলেই হত্যার রহস্য বেরিয়ে আসবে।
শিক্ষক নাসির উদ্দিন উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত হাসেম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জামান,লাশের ময়না তদন্ত করার জন্য আগামীকাল সোমবার পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
এইচকেআর
