দৌলতখানে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন


সম্প্রতি সৃষ্ট নিম্নচাপের কারণে মেঘনা নদীর অতি জোয়ারে দৌলতখান পৌরসভার ১ নং ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
শনিবার (১৩ আগস্ট) বেলা বারোটার দিকে তিনি পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও ভবানীপুর ইউনিয়নের বেড়িবাঁধের বাহিরে জোয়ারে প্লাবিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার ও ওই এলাকায় বসবাসরত অসহায় মানুষকে পুনর্বাসনের আশ্বাস দেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।
এইচকেআর
