চরফ্যাশনে জাতীয় শোক দিবস পালন


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন চরফ্যাশন কর্তৃক প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপরে টাউন হলে আলোচনা সভা এবং আলোচনা পরবর্তী শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন চরফ্যাশন কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো মোরশেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক অঙ্গ সংগঠনের সকল সম্মানিত সভাপতি, সম্পাদকগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অতিথিবৃন্দ, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।
এছাড়াও চরফ্যাশনে একাত্তরের রণাঙ্গনের সংগ্রামী বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে।
উপজেলা প্রশাসন কর্তৃক দিন ব্যাপী আরো বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এর মধ্যে ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতা ও চিত্রাংকন। এতিম খানা ও মসজিদে মিলাদ, খাবার বিতরণ ,বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত আয়োজন করা হয়।
এইচকেআর
