দৌলতখানে জাতীয় শোক দিবস পালিত


ভোলার দৌলতখানে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার(১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা প্রশাসন । পরে শোক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।
এইচকেআর
