দৌলতখানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল


ভোলার দৌলতখানে উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে বোমা হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মিছিলে উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপুৃ প্রমূখ।
এইচকেআর
