কলাপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


কলাপাড়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পিতবার (৩ জুন) রাত সাড়ে ১১ টায় তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হল, টিয়াখালীর পিতা ইউসুফ খানের ছেলে রশিদ খান (৪০) ও গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের মৃত আলমাস হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (২৭) ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্ততে পুলিশের একটি টিম পৌর শহররে নাচনাপাড়ার ফায়ার সার্ভিস সড়কের বন্ধ একটি দেকানের সামনে থেকে রশিদ খানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় ।
অপর মাদক ব্যবসায়ী রিপন হাওলাদারকে কলাপাড়া কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। কলাপাড়া থানার এস আই আলমগীর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে পৃথক পৃথক ভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা দু’জনেই মাদক ব্যবসার সাথে জড়িত ।
এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর
