ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • ঘূর্ণিঝড় মন্থার আতঙ্কে উপকূলীয় এলাকায় মাইকিং শুরু এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই: ইসি সচিব বাংলাদেশ ব্যবহার করবে করাচি বন্দর, সম্মতি পাকিস্তানের জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর
  • কাতার-সেনাগালের মধ্যে এক দলের বিদায় নিশ্চিত আজ!

    কাতার-সেনাগালের মধ্যে এক দলের বিদায় নিশ্চিত আজ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রথম ম্যাচে হেরে গিয়েছিল দুইদলই। ইকুয়েডরের কাছে হেরে ৯২ বছরের ইতিহাস বদলে দিয়েছে কাতার। আজ তাদের ম্যাচ সেনেগালের বিপক্ষে। সাদিও মানেহীন দলটি খুব ভালো খেলেও প্রথম ম্যাচে হেরেছে নেদারল্যান্ডসের কাছে। হেরে যাওয়া দুটি দল আজ নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ।

    আজ যে হারবে তার বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। সেটা কী কাতার নাকি সেনেগাল? বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে এই দুই দেশ। দোহার আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    হারলেই যেহেতু ছিটকে পড়ার সম্ভাবনা বেশি, সে কারণে আজকের ম্যাচটি দুই দলের কাছেই বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হেরেছিল কাতার। নেদারল্যান্ডসের সঙ্গে লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ২-০ গোলে হারতে হয়েছে সেনেগালকে।

    প্রথম ম্যাচে স্বাগতিক দর্শকদের চাপ সামলাতে পারেননি কাতারের ফুটবলাররা। যে কারণে ইকুয়েডরের বিপক্ষে সেরা ফুটবলটাই খেলতে পারেননি তারা। সেনেগালের বিপক্ষে আর চাপে ভেঙে পড়তে চান না তারা। বরং উদ্যমী ফুটবল খেলার প্রত্যাশা কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজের। তিনি বলেন, ‘আশা করি, আমরা স্বাধীনভাবে ও চাপমুক্ত হয়ে খেলতে পারব। প্রথম ম্যাচের চেয়ে আরো উঁচু মানের ফুটবল খেলতে হবে। ’

    সাদিও মানেকে হারিয়ে অনেকটাই শক্তি কমে গেছে সেনেগালের। তবুও নেদারল্যান্ডসকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আফ্রিকার চ্যাম্পিয়নরা। কিন্তু তাতে লাভ হয়নি। হারতে হয়েছে। একজন ফিনিশারের অভাব বোধ করেছে সেদিন সেনেগাল। কাতারের বিপক্ষে ফিনিশিংয়ে আরো উন্নতির আশা কোচ আলিউ সিসের। তিনি বলেন, ‘ডাচদের বিপক্ষে আমরা খারাপ খেলিনি; কিন্তু আক্রমণভাগে আরো উন্নতি করতে হবে আমাদের। ’

    আজ দিনের প্রথম ম্যাচে বিকাল ৪টায় ‘বি’ গ্রুপের দল ইরান এবং গ্যারেথ বেলের ওয়েলস মুখোমুখি হচ্ছে। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

    প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ওয়েলস। ইরানকে হারানোর প্রত্যয় গ্যারেথ বেলের কণ্ঠে, ‘জিততে হলে আমাদের আরো ভালো খেলতে হবে। এই ম্যাচ জিততে চাই।’

    অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল ইরান। তবে ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন ইরানের মেহদি তারেমি। ওয়েলসের বিপক্ষে সেরা ফুটবল খেলার প্রত্যাশা এই ফরোয়ার্ডের, ‘এই ম্যাচ জিততে নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ