কলাপাড়ায় গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা


কলাপাড়ায় অপমান সহ্য করতে না পেরে কীটনাশক ঔষধ পানে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামে।
পারিবারিক সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের আব্বাস দালালের পুত্র মোঃ রেজাউল দালাল (২৮) পেশায় একজন জেলে। গত বুধবার সকালে নদীতে মাছ ধরে ১ কেজি চিংড়ি মাছ শিকার করে বাড়ীতে এসে অর্ধেক মাছ বাবা- মাকে দেয়।
বাকী মাছ নিজের সংসারে নেয়।
এ নিয়ে তার স্ত্রী চম্পা বেগমের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী চম্পা বেগম স্বামী রেজাউল দালালকে ঝাড়ু পিটে ও শারীরিক ভাবে নির্যাতন করে। স্ত্রী এ অপমান সহ্য করতে না পেরে লোকলজ্জায় ঘরে থাকা কীটনাশক ঔষধ পানে করে আত্মহত্যার চেষ্টা চালায়।
এতে রেজাউল দালাল গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে তার আত্বীয় স্বজন তার অবস্হা সংকটাপন্ন দেখে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা শেষে পরবর্তী চিকিৎসার জন্য ভর্তি করে। আহতর কাছ থেকে জানা গেছে, ৫ বছর আগে ধুলাসার ইউনিয়নের ইসা ফরাজীর কন্যা মোসাঃ চম্পা বেগমের সাথে মুসলিম সরাশরিয়ত মতে রেজিষ্ট্রি কাবিনমুলে বিবাহ হয়।
বিবাহের পর সংসার জীবনে একটি পুত্র সন্তান জিদান(৩) বছর জম্ন গ্রহন করে। স্রী চম্পা বেগমের সাথে পারিবারিকভাবে বুনিবোনাদ না হওয়ায় রেজাউল দালাল স্ত্রীকে নিয়ে ভিন্ন সংসারে একই বাড়ীতে বসবাস করেন। বাবা মাকে মাছ দেয়ার কারনে স্ত্রী চম্পা বেগম তার স্বামী রেজাউল দালাল এর সাথে ঝগড়াঝাটির বাঁধিয়ে ঘরে থাকা ঝাড়ু দিয়ে শারীরিক নির্যাতন করে।
রেজাউল দালাল স্ত্রী এ অপমান সহ্য করতে না পেরে ঘরে থাকা কীটনাশক ঔষধ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। রির্পোট লেখা পর্যন্ত রেজাউল দালাল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন।
এইচকেআর
