কলাপাড়ায় সকল খাল দখল-দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন


কলাপাড়া পৌর শহরের সকল খাল দখল-দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশে কলাপাড়া আঞ্চলিক শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, সহ সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতির সহ সভাপতি মো. দিদারুল আলম বাবুল প্রমুখ। এসময় বক্তারা কলাপাড়া পৌরসভার চিংগড়িয়া খাল সহ সকল অবৈধ দখল খালগুলোকে দখল উচ্ছেদ করে খননের দাবী জানান।
এইচকেআর
