ঢাকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • জামায়াতের নতুন আমিরের নাম জানা যাবে নভেম্বরেই আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সৈন্যসহ নিহত ৩০ উজিরপুরে একুশ দিনে ৩৫ লাখ টাকার জাল জব্দ, ১৮ জেলেকে কারাদণ্ড   নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: তথ্য উপদেষ্টা দল নিবন্ধন ও ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এ সপ্তাহেই তফসিলের আগে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইসির বৈঠক ৩০ অক্টোবর ‘শিগগিরই’ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে ঐকমত্য কমিশন ভোলায় উচ্ছেদ অভিযানে হামলা, পৌরসভার ৩ গাড়িতে আগুন চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত
  • ‘আমাদের হাতেই ছিল ম্যাচটা’

    ‘আমাদের হাতেই ছিল ম্যাচটা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুরো ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিট থেকে অতিরিক্ত ৩০ মিনিটে তাদের দাপট ছিল চোখে পড়ার মতো।

    কিন্তু ফুটবলে এক পলকেই খেলার মোড় ঘুড়ে যায়। ১১৭ মিনিটে সেই চমকের দেখাই পায় ক্রোয়েশিয়া। ব্রুনো পেতকোভিচের গোলের সমতায় ফেরানোর পাশাপাশি খেলা টাইব্রেকারে নিয়ে যায় তারা। গত বিশ্বকাপে টাইব্রেকারে একটি ম্যাচও হারেনি দলটি। এবারও সেই একই গল্প লিখল। ব্রাজিলকে কাঁদিয়ে পা রাখল সেমিফাইনালে।
    হাতের মুঠোয় থাকা ম্যাচ এভাবে ফসকে যাওয়ার পর আক্ষেপে পুড়ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। তিনি বলেন, ‘সবাই তার সেরাটা দিয়েছে। ম্যাচটা আমাদের হাতেই ছিল  কিন্তু সে (পেতকোভিচ) কেড়ে নিয়ে চলে গেল। এটা শব্দে বর্ণনা করা কঠিন। নিজেদের কাজের ওপর বিশ্বাস আছে আমাদের, আমরা অসাধারণ খেলেছি, কিন্তু ফুটবল এমনই। এটাই ঘটে। ’

    ৩৮ বছর বয়সেও ব্রাজিলের ডিফেন্সের অন্যতম ভরসা থিয়াগো সিলভা। কিন্তু তাকে ফাঁকি দিয়েই শেষ মুহূর্তে নাটকীয়ভাবে গোল আদায় করে নিল ক্রোয়েশিয়া। তা কোনোভাবেই মানতে পারছেন না ব্রাজিল অধিনায়ক তিনি বলেন, ‘আমরা সম্ভবত আরো ভালো করতে পারতাম। কিন্তু এমন সুগঠিত পাল্টা আক্রমণে ভুগতে অভ্যস্ত নই আমরা। সত্যিই খুব দুঃখের এটা। কিন্তু ফুটবল এমনই। আমাদের সামনের দিকে তাকাতে হবে। নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাওয়া কঠিন।  জীবনে ইতিমধ্যেই অনেক হতাশার অভিজ্ঞতা হয়েছে। গুরুত্বপূর্ণ গোল আটকাতে ব্যর্থ হওয়ার পর প্রচুর কষ্ট পাচ্ছি। আমি হয়তো এই সুযোগ আর পাব না। ’ 

    চারটি বিশ্বকাপ খেলেও ব্রাজিলের হয়ে শিরোপা স্বপ্নটা অপূর্ণই থেকে গেল সিলভার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ