ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সংস্কারের প্রভাবে বেহাল ববির কেন্দ্রীয় মাঠ, শিক্ষার্থীদের ক্ষোভ টি-টোয়েন্টি দল থেকে বাদ শান্ত, ফিরলেন সাইফউদ্দিন বরিশালসহ চার বিভাগের অধিকাংশ স্থানে হতে পারে ভারী বৃষ্টি বিএম কলেজে ‘উত্তরণ’ সাংস্কৃতিক সংগঠনের জ্যৈষ্ঠ উৎসব  জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ
  • আম্পায়ার হিসেবে ‘সেঞ্চুরি’ শরফুদ্দৌলার

    আম্পায়ার হিসেবে ‘সেঞ্চুরি’ শরফুদ্দৌলার
    গত শুক্রবারই চট্টগ্রামের শেষ টি–টোয়েন্টি ম্যাচে শততম ম্যাচে আম্পায়ারিং করেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক ক্রিকেটে শততম ম্যাচ পরিচালনা করে ফেললেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। জাতীয় দলের সাবেক এই বাঁহাতি স্পিনার যেন ক্রিকেটার হিসেবে নিজের অতৃপ্তির অনেকটাই ঘুচিয়েছেন আম্পায়ার হিসেবে। গত শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচটাই ছিল আম্পায়ার হিসেবে শরফুদ্দৌলার ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচ।

    আজ আনুষ্ঠানিকভাবে সেটির স্বীকৃতি পেলেন এই আম্পায়ার। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান শরফুদ্দৌলার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


    ২০১০ সালের জানুয়ারিতে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে প্রথম আম্পায়ার হিসেবে দাঁড়িয়েছিলেন শরফুদ্দৌলা। টেস্ট ম্যাচটা অবশ্য পরিচালনা করেছেন অনেক পরে। সেটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচটি তাঁর নবম। এর মধ্যে ওয়ানডেতে ৫০ ম্যাচ আর ৪২টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন শরফুদ্দৌলা। এ তো গেল মাঠে আম্পায়ার হিসেবে থাকার হিসাব। টেলিভিশন আম্পায়ার হিসেবেও ৪টি টেস্ট, ৩১ ওয়ানডে, ১৫ টি–টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।


    নব্বইয়ের দশকের শুরুর দিকে ঢাকার ক্লাব ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শরফুদ্দৌলা। জাতীয় দলেও সুযোগ পেয়ে গিয়েছিলেন দ্রুতই। ১৯৯৪ সালে কেনিয়াতে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে জাতীয় দলে খেলেছিলেন তিনি।


    জাতীয় দলে পথচলা দীর্ঘ হয়নি তাঁর। আইসিসি ট্রফির পর জাতীয় দলে সুযোগ হয়নি আর কখনোই। তবে নিয়মিত ছিলেন ক্লাব ক্রিকেটে। সে হিসেবে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন অনেক পরে। ২০০০ থেকে ২০০১ সালের মধ্যে খেলেছেন মাত্র ১০টি প্রথম শ্রেণির ম্যাচ। ১০ ম্যাচে উইকেট নিয়েছেন ৩১টি। গড় ২৩।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ