ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • চুমুর বিনিময়ে জোলিকে বিমান উপহারের প্রস্তাব

    চুমুর বিনিময়ে জোলিকে বিমান উপহারের প্রস্তাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাঞ্জেলিনা জোলি হলিউডের শীর্ষ আবেদনময়ী অভিনেত্রী। তিনি তার অনেক সিনেমায় স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী সহ-অভিনেতাদের সঙ্গে অনেক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। এ অভিনেত্রীর কাছে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্য অনস্ক্রিন শেয়ার করা নতুন কিছু নয়।

    যদিও এ ধরনের দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করার সময় অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই ইতস্ততাবোধ করেন। তারপরও পেশাদারিত্বের কারণে এঞ্জেলিনা জোলি কোনো সংকোচ ছাড়াই অন্তরঙ্গ দৃশ্যে খুব ভালোভাবে পারফরমেন্স করেন।


    অ্যাঞ্জেলিনা জোলির দীর্ঘ কর্মজীবনে বেশ কয়েকজন সহ-অভিনেতার সঙ্গে অনস্ক্রিন চুম্বন শেয়ার করেছেন যা আলোচনা এবং সমালোচনা দুটোই অর্জন করেছে। হলিউডের অন্যতম ব্যবসা সফল ‘আলেকজান্ডার’ সিনেমার শুটিং চলাকালীন জোলির সহ-অভিনেতা ভ্যাল কিলমার তার সঙ্গে ঠোঁট বন্ধ করতে এতটাই উত্তেজিত হয়েছিলেন যে তিনি তার লেখা বই ‘আই অ্যাম ইওর হাকলবেরি’তে ঘটনাটি উল্লেখ করেছিলেন।

    যেহেতু অ্যাঞ্জেলিনা জোলি চুম্বন দৃশ্য স্ক্রিপ্টের সঙ্গে সামঞ্জসতা রেখে অনস্ক্রিন শেয়ার করেন সেই সুবাদে আলেকজান্ডার সিনেমায় বলিউড সুপারস্টার কিলমার জোলির সঙ্গে স্ক্রিপ্টের বাইরে একটি চুম্বন দৃশ্য অনস্ক্রিন শেয়ার করার জন্য অনেক চেষ্টা করেছেন। চুম্মন দৃশ্যে অভিনয় করার জন্য কিলমার জোলিকে প্রাইভেট জেট বিমানও উপহার দিতে চেয়েছিলেন।


    কিন্তু জোলি তার পেশাদারিত্ব থেকে এক চুলও ছাড় দেননি। স্ক্রিপ্টের বাইরে সিনেমায় চুম্বন দৃশ্য যোগ করলে সিনেমাটির মান কমে যাবে বিধায় অ্যাঞ্জেলিনা জোলি কিলমারের প্রস্তাবে রাজি হননি। বর্তমানে ব্যাটম্যান স্টার ভ্যাল কিলমার এবং অ্যাঞ্জেলিনা জোলি দুজনই তাদের পরবর্তী সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ