বাবুগঞ্জে ভাগিনার হাতে মামার মৃত্যু

বরিশালের বাবুগঞ্জে মায়ের রেখে যাওয়া স্বর্নালংকার ভাগাভাগি নিয়ে মামা -ভাগিনার মারামারি ছাড়াতে গিয়ে ভাগিনার ধাক্কায় মামা হারুন অর রশিদ(৫৫)মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮নং ওর্য়াডের মেঘিয়া গ্রামের হারুন সিকদারের বাড়িতে।
এয়ারপোর্ট থানার ওসি কমলেস চন্দ্র হালদার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাধবপাশা ইউনিয়নের মেঘিয়া গ্রামে কেরামত সিকদারের স্ত্রী মৃত্যু হলে তার রেখে যাওয়া একটি স্বর্ণের আংটি মেয়ে মোসাঃ রাশিদার কাছে গচ্ছিত ছিল। ওই আংটি নিয়ে মামা –ভাগ্নের মধ্যে বিরোধ চলে আসছে।
গত মঙ্গলবার বিকালে হারুন অর রশিদের ভগ্নিপতি ফারুক ফকির ও মোশারফসহ স্থানীয়রা একটি শালিস বৈঠকে বসে। শালিস বৈঠক চলাকালিন সময় ভাগিনা মোঃ হাচান বড় মামা জাফর কে ঘুষি মারলে শালিস বৈঠক ভন্ডুল হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় মামা-ভাগিনাদের মধ্যে মারামারি ছাড়াতে গেলে ভাগিনা হাচান ও শিপন মোঃ হারুর অর রশিদ সিকাদরকে চরথাপ্পড় মারলে তিনি অসুস্থ হয়ে মাঠিতে লুটে পড়েন।
স্থানীয়রা এ্যাম্বুলেন্স এনে মোঃ হারুন অর রশিদ সিকদারকে চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে নেয়ার পথে মারা যান। সংবাদ পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমবি