বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এসএ মালেক গত সোমবার (১৩ জুলাই) ২৫ সদস্য বিশিষ্ট প্রেসিডিয়াম অনুমোদন করেন। এই ২৫ জনের অন্যতম হলেন প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় প্রফেসর ছাদেকুল আরেফিনকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে আরও আছেন অধ্যাপক ডা. আ আ ম স আরেফিন সিদ্দিক, স্থপতি ইয়াফেস ওসমান, অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল খালেক, অধ্যাপক ড. আবুল বারাকাত প্রমুখ।
এমবি