মেয়র সাদিক আবদুল্লাহ’র শোক প্রকাশ

বরিশাল মহানগর যুবলীগ এর সদস্য অ্যাডভোকেট জগলুল রশিদ বিচ্চু এর পিতা আব্দুর রশিদ সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। অপরদিকে বরিশাল বি এম কলেজ রোড ১ম গলি নিবাসী মৃত মোঃ আব্দুল হাই এর স্ত্রী এবং হাসিবুল ইসলাম সজিব এর মা হোসনেয়ারা বেগম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাঃস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমবি