ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের বধ্যভূমি সংরক্ষণ করা হচ্ছে- এমপি শাহে আলম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের বধ্যভূমি সংরক্ষণ করা হচ্ছে- এমপি শাহে আলম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের নিদর্শন হিসেবে সারা দেশের বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের  পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় বানারীপাড়া উপজেলার তালাপ্রসাদ খন্দকারবাড়ি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের এমপি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলম এ কথা বলেন। 

তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী এদেশের নিরীহ কৃষক ও খেটে খাওয়া মেহনতি সাধারণ মানুষকে নির্মম ভাবে হত্যা করেছে। আমরা নিরস্ত্র বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যার যা কিছু আছে তাই নিয়ে সেই পাকহানাদার বাহিনীকে পরাস্ত করেছিলাম। এসময় পাকবাহিনীর হাতে নিহত হওয়া বাঙালীদের যেসব স্থানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে সেই স্থানগুলোকে চিহ্নিত করে মুক্তিযুদ্ধের নিদর্শন হিসেবে তাদের নাম সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রায় কোটি টাকা ব্যয়ে সম্প্রতি বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা-নরেরকাঠী বধ্যভূমি সংরক্ষণ করা হয়েছে। এছাড়া প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে তালাপ্রসাদ খন্দকারবাড়ি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
 
উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী মো.হুমায়ুন কবির, থানার ওসি (তদন্ত) মো.জাফর আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধা, বজলুর রহমান প্রমুখ। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন