ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় স্কুলের আসবাবপত্র ভাংচুর-অগ্নিসংযোগ 

আগৈলঝাড়ায় স্কুলের আসবাবপত্র ভাংচুর-অগ্নিসংযোগ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ার বাকাল ইউনিয়নের ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মামলা দায়ের, পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।

 

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান ফকিরের থানায় দায়ের করা মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাকাল গ্রামের জামাল সরদারের ছেলে মেহেদী সরদার, নেছার ফকিরের ছেলে ডালিম ফকির, রব ফকিরের ছেলে সাকের ফকির ও তাদের সঙ্গীরা গত বুধবার সন্ধ্যার পরে স্কুলের দোতলায় উঠে বারান্দার গ্রীল, টিউবওয়েল, পানির ট্যাংক ভাংচুর করে ট্যাংকির উপরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

 

স্থানীয় ঝন্টু বড়াল ঘটনা দেখে ডাকচিৎকার দিলে দুর্বৃত্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
থানার পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন